আন্তর্জাতিক ডেস্কঃ
তীব্র গোলাগুলির কারণে শহরের বেশ কয়েকটি ঘরবাড়িতে আগুন লেগে যায় মিয়ানমারে।
ভারত সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর এরইমধ্যে এলাকাটি ছেড়ে পালিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের মিজোরাম রাজ্যে।
বুধবারের সহিংসতার পর বদলে গেছে পুরো শহরের চেহারা। এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অর্ধেকের বেশি মানুষ।
মিয়ানমার সংবাদমাধ্যম জানায়, একটি বাড়িতে আগুন নেভাতে গেলে এক খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা করে সেনারা।
স্থানীয় এক কমিউনিটির নেতা সূত্রে জানা যায়, সংঘর্ষে এ পর্যন্ত চার বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।