Sunday, December 22, 2024
Homeআন্তর্জাতিকএই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ২ টি পথ আছে: ইমরান খান

এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ২ টি পথ আছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনে আফগানিস্তানের জনগণের স্বার্থে দেশটির তালেবান সরকারকে সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় ইমরান খান জানান, এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দুটি পথ আছে যা আমরা গ্রহণ করতে পারি।

যদি আমরা এখনই আফগানিস্তানকে অবহেলা করি, তাহলে জাতিসংঘের মতে আফগানিস্তানের অর্ধেক মানুষ ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং আগামী বছর প্রায় ৯০ শতাংশ আফগান দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।

তিনি আরও বলেন, সামনে একটি বিশাল মানবিক সংকট অপেক্ষা করছে। এবং এটি কেবল আফগানিস্তানের প্রতিবেশীদের জন্যই নয়, সর্বত্র মারাত্মক প্রভাব ফেলবে।

RELATED ARTICLES

Most Popular