আন্তর্জাতিক ডেস্কঃ
তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে কঠোর সমালোচনা শুরু হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্ধুকযুদ্ধে কথিত ৪ অপহরণকারীকে হত্যা করে তালেবান।
পরবর্তীতে তাদের লাশ প্রকাশ্যে ক্রেনে ঝুলিয়ে রেখে ও শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়েছে তালেবান। ভয় দেখিয়ে অন্যদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখতেই এমনটি করা হয়েছে বলে দাবি স্থানীয় এক সরকারি কর্মকর্তার।
কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পরপর এই প্রথম এমন কঠোর শাস্তির ঘটনা ঘটল। শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এমন ঘটনা ঘটে।
গত মাসে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করেছে তালেবান। সাধারণ ক্ষমা ঘোষণার মধ্যদিয়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দিলেও আতঙ্ক আর মধ্যযুগীয় কায়দায় শাসন পরিচালনা শুরু করেছে কট্টর এ গোষ্ঠীটি।