আন্তর্জাতিক ডেস্কঃ
গত দেড় বছর ধরে অনলাইন শিক্ষা চলছিল মালয়েশিয়ায়। দেশটিতে দীর্ঘ সময় পর আগামী ৩ অক্টোবর থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন। যেখানে শ্রেণিকক্ষে শিক্ষার্থী ধারণ ক্ষমতা পঞ্চাশ শতাংশ রাখা হয়েছে।
তবে যেসব শিক্ষক করোনার টিকা গ্রহণ করবেন না, তাদের শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। এমনকি তারা চাকরিচ্যুতও হতে পারেন বলে বৃহস্পতিবার দেশটির সরকার এমন ঘোষণা দিয়েছে।
মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনসেবা বিভাগ। শিক্ষামন্ত্রী রেদজি জিদিন হুঁশিয়ারি করে বলেন, যেসব শিক্ষক এখনো টিকা নেননি, তাদের শাস্তির মুখে পড়তে হবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি চিকিৎসকদের ছাড়পত্র ছাড়া যদি কোনো কর্মকর্তা টিকা না নেন, তবে বর্তমান নিয়মানুসারে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।