আন্তর্জাতিক ডেস্কঃ
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহীন। ওমান উপকূলের দিকে এর গতিপথ। ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভারি বর্ষণ। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে গেছে অনেক এলাকা। ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে জলোচ্ছ্বাসে এখন পর্যন্ত ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় রোববার রাতে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে মাস্কট উপকূলে আছড়ে পড়তে পারে।
ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভারি বর্ষণ। ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে মাস্কট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে প্রাণহানির আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।