Thursday, January 23, 2025
Homeআন্তর্জাতিকউপনির্বাচনে জয়ী মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

উপনির্বাচনে জয়ী মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নবদূত রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পদে বিজয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৪ অক্টোবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মমতাকে লেখা এক অভিনন্দন বার্তায় ড. মোমেন প্রত্যাশা ব্যক্ত করেন, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে।

মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন।

RELATED ARTICLES

Most Popular