Friday, December 27, 2024
Homeরাজনীতিনির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই : কাদের

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই : কাদের

নবদূত রিপোর্ট:

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার।

এ সময় নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

RELATED ARTICLES

Most Popular