আন্তর্জাতিক ডেস্কঃ
বালি ও রিয়াউ দ্বীপপুঞ্জকে দেশি ও বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এ তথ্য জানান দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী লুহুত পান্ডজাইতান।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পর্যটন খাত বালি ও রিয়াউ দ্বীপপুঞ্জের বাতাম এবং বিনতানে পর্যটকদের জন্য তাদের দুয়ার খুলে দিচ্ছে। দেশটির অর্থনীতির চাকা সচল করতে আনুষ্ঠানিকভাবে চলতি মাসের ১৪ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি জানান, ১৮টি দেশের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে এজন্য স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সিঙ্গাপুর এই তালিকায় অনুমোদিত দেশগুলোর মধ্যে নেই।
স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মন্ত্রী।