খেলাধুলাঃ
আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি ২৭ বলে অর্ধশতক রান কুড়িয়েছেন ঝুলিতে। এরপরই আউট হয়েছেন ডামিয়েন রাভুর বলে। এর আগে হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে বিদায় নেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ফিরে গেলে ৫০ রান করতে মাহমুদউল্লাহ রিয়াদ ৩টি চার ও সমানসংখ্যক ছয়ও হাঁকিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের বাঁচা-মরার ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। পিএনজিকে জয়ের জন্য করতে হবে ১৮২ রান।
এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।