আন্তর্জাতিক ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে চীন একটি হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে। সিএনএন-এর এক অনুষ্ঠানে বিষয়টি উল্লেখ করে বাইডেনকে প্রশ্ন করা হয়, চীনের সামরিক শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তাইওয়ানকে কি তিনি রক্ষা করতে পারবেন?
উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, হ্যাঁ। চীন তাইওয়ানে আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। তাইওয়ানকে রক্ষায় এগিয়ে আসবে ওয়াশিংটন।
তিনি আরও জানান, এখানে অন্য দেশের সামরিক শক্তির বিষয়ে চিন্তার কোনো বিষয় নেই। কারণ চীন, রাশিয়া এবং বিশ্বের বাকি দেশগুলোও জানে যে আমাদের সামরিক শক্তি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি।
পরবর্তীতে বাইডেনের এই বক্তব্য মার্কিন পররাষ্ট্রনীতি পরিবর্তনের ইঙ্গিত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র।