Friday, December 27, 2024
Homeরাজনীতিকথা ছিল ১০ টাকায় চাল খাওয়াবে, এখন দাম ৭০ : ফখরুল

কথা ছিল ১০ টাকায় চাল খাওয়াবে, এখন দাম ৭০ : ফখরুল

নবদূত রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার মানুষের কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়।

শনিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। চিনির দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে। মানুষ কী খাবে সেদিকে সরকারের খেয়াল নাই। আওয়ামী লীগ খাবে, পেট মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে সেখানে বাড়ি তৈরি করবে। এটা হচ্ছে এই সরকারের কাজ।

RELATED ARTICLES

Most Popular