আন্তর্জাতিক ডেস্কঃ
ফরাসি আকাশ ও মহাকাশ বাহিনীর মুখপাত্র কর্নেল স্টেফানি স্পেট বলেন, স্থলে ও মহাকাশে সামরিক আগ্রাসন এবং যে কেনো হস্তক্ষেপের প্রতিরোধের পরিকল্পনা থেকে কক্ষপথে অত্যাধুনিক যোগাযোগ তৈরি করা হয়েছে।
কক্ষপথে অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহটি পাঠিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। বিশ্বজুড়ে ফরাসি সশস্ত্র বাহিনীর সঙ্গে দ্রুত ও নিরাপদ যোগাযোগ রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের জুলাইয়ে একটি মহাকাশ বাহিনী কমান্ড গঠন করেছে প্যারিস। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগে ফ্রান্সেও উদ্বেগ তৈরি হয়েছে।
মহাকাশকে এখন নতুন সামরিক সীমান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।