নবদূত রিপোর্ট:
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সে আলোচনার রেশ টানছেন কাল। নতুন এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে কাল মঙ্গলবার। জানা যাবে কারা থাকবেন নুরুর দলে, কী হবে তাদের লক্ষ্য-উদ্দেশ্য ও মূলনীতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন এই দলের আত্মপ্রকাশ হবে। তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বদলে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ঘোষণা আসবে
ডাকসুর সাবেক ভিপি এবং ছাত্র, যুব, শ্রমিক ও অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টায় এই রাজনৈতিক দলের ঘোষণা আসবে। দল হিসেবে আত্মপ্রকাশের পর ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি।
নুর বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছিলাম, সেখানে দিচ্ছে না। এর আগে ২০ তারিখ করার কথা ছিল। পুলিশ দিচ্ছে না। এ কারণেই এখন আমরা জামান টাওয়ারে আমাদের অফিসেই করব।’