Monday, December 23, 2024
Homeরাজনীতিগণ অধিকার পরিষদকে শুভকামনা জানিয়েছেন ডা. জাফরুল্লাহ

গণ অধিকার পরিষদকে শুভকামনা জানিয়েছেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার দলটির কার্যালয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্যে শুভকামনা জানান ডা. জাফরুল্লাহ। তরুণদের এই দল একদিন সরকার গঠন করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, ড. রেজা কিবরিয়া ও নুরুলদের মতো তরুণদের নিয়ে আমি আশাবাদী। যদি তারা সঠিক পথে থাকে তারাই দেশটির পরিবর্তন আনতে পারবে। তারাই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তাদেরকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে আমি এখানে এসেছি।

এর আগে দুপুর ১২ টার দিকে দলটির নাম ঘোষণা নুরুল হক নুর। আগামীর পথচলায় সবার সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সব কিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার কথা জানান দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া

RELATED ARTICLES

Most Popular