Wednesday, December 25, 2024
Homeরাজনীতিগণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে নওগাঁয় আনন্দ উদযাপন

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে নওগাঁয় আনন্দ উদযাপন


-তৌফিক প্রান্ত, রুয়েট প্রতিনিধিঃ

‘জনতার অধিকার,অধিকার আমাদের অঙ্গিকার’ এই স্লোগান নিয়ে গণমানুষের অধিকার আদায়ে তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল “গণ অধিকার পরিষদ”-এর আত্মপ্রকাশ।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক হলেন ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব হলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।দলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নুরুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যেন বাংলাদেশকে গড়তে পারি, সেই লক্ষ্য নিয়ে তরুণদের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠনের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের দলের নাম ঠিক করা হয়েছে গণ অধিকার পরিষদ। আমাদের স্লোগান হবে, “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”।’

কোটা সংস্কার আন্দোলন,নিরাপদ সড়ক আন্দোলন সহ ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়ার কথা বলা দিয়ে তাদের যাত্রা শুরু হলেও এখন গণমানুষের আদায়ের লক্ষ্যে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় ছাত্র-যুব,শ্রমিকও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠান পালন ও জেলার সহযোদ্ধাদের জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।


আয়োজনে ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখা।সহযোগিতায় পেশাজীবী অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখা।

RELATED ARTICLES

Most Popular