আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তান পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে চীন ও পাকিস্তান। এর আগে, দোহায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই বন্ধ হয়ে গেছে আফগানিস্তানের নারী শিক্ষা কার্যক্রম। এমন কি কাজের জন্যও বের হতে পারছেন না আফগান নারীরা।
তবে তালেবানের কাবুল দখলের পর থেকেই নিজেদের অধিকার আদায়ে সোচ্চার নারীরা। শিক্ষার সুযোগ ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে ফের রাজপথে আফগান নারীরা।
আজ মঙ্গলবার রাজধানী কাবুলে বিক্ষোভ করেন কয়েকশো নারী।