আন্তর্জাতিক ডেস্কঃ
রাজনৈতিক দ্বন্দ্বে গোটা দেশই অচল ছিল। গত দুই বছরের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে অন্তর্বর্তীকালীন সময়ে রাজনৈতিক মহলের অংশগ্রহণ ত্রুটিপূর্ণ এবং তা ঝগড়া বিবাদকে উস্কে দেয় বলে জানান সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দেল-ফাত্তাহ বুরহান।
আজ সোমবার গ্রেপ্তারকৃত প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক ও তার স্ত্রীকে মঙ্গলবার বাড়ি ফেরার অনুমতি দেয়া হলেও তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।
গৃহযুদ্ধ এড়াতে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরানোর প্রয়োজন ছিল বলে দাবি করেন বুরহান।