গত ৩১ অক্টোবর থেকে যুক্তরাজ্যের গ্লাসগোতে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে গন অধিকার পরিষদের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানানো হয়েছে। ধনী দেশগুলোর বেপরোয়া নীতির কারণে পৃথিবীব্যাপী আজ বিপর্যয় নেমে এসেছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলো। বাংলাদেশের বর্তমান সরকারও প্রতিনিয়ত পরিবেশ বিধ্বংসী কাজ করে চলেছে। জনগণের বিপক্ষে গিয়ে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে সুন্দরবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গন অধিকার পরিষদের পক্ষ থেকে বিশ্বনেতাদের বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ন দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য।