Friday, February 28, 2025
Homeআন্তর্জাতিকভয়াবহ আকারে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা

ভয়াবহ আকারে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

মারাত্মক মানবিক বিপর্যয়ে আফগানিস্তান। ভয়াবহ খাদ্য সংকটে পৌঁছানো আফগানিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা।

কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল বছরের চেয়ে কয়েক গুণ বেড়েছে অপুষ্টিজনিত রোগীর সংখ্যা। দেশটি খুব শিগগিরই দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা।

এমতাবস্থায়, ইউনিসেফকে সঙ্গে নিয়ে সংস্থাটি আফগানিস্তানে শুরু করেছে পোলিও টিকাদান কর্মসূচি।

লাখ লাখ আফগান দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা। দেশটির অন্তত ৬০ ভাগ মানুষ ভুগছে খাদ্য সংকটে।

RELATED ARTICLES

Most Popular