Tuesday, December 24, 2024
Homeআন্তর্জাতিকতাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করছে চীন

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করছে চীন। কাজেই গণতান্ত্রিক দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শক্তিপ্রয়োগের ইচ্ছা উড়িয়ে দিচ্ছে না বেইজিং।

তবে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে দাবি করে গণতন্ত্র ও স্বাধীনতা সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি দলের তাইওয়ান সফরকে এক-চায়না নীতির লঙ্ঘন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে মার্কিন যোগসাজশ এক বিপজ্জনক খেলা। যা অবশ্যই বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

RELATED ARTICLES

Most Popular