নবদূত রিপোর্ট:
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসী সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া-১ কে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহ ও আনাদোলুর।
রাশিয়া বেলারুশের অন্যতম প্রধান মিত্র দেশ। বেলারুশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ, দেশটি হাজারও অভিবাসীকে পোল্যান্ডে অবৈধভাবে পাড়ি দেওয়ার চেষ্টা করতে উসকানি দিয়ে আসছে। একে ‘হাইব্রিড হামলা’ হিসেবে দেখছে ইইউ। এ জন্য বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে।
এমতাবস্থায় পুতিন আশা প্রকাশ করে বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল এই ইস্যুতে দ্রুত কথা বলে অভিবাসীদের জার্মানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।
পুতিন আরও বলেন, ভুলে গেলে চলবে না যে, অভিবাসীদের নিয়ে এ সংকটের উৎপত্তি কোত্থেকে। এ সংকটগুলোর জন্য কি বেলারুশই দায়ী? না, এসব সমস্যা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নিজেরাই সৃষ্টি করেছে।