Monday, January 27, 2025
Homeআন্তর্জাতিকসিরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে

সিরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বুধবার মধ্যরাতে ইসরায়েলের অধিকৃত গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্র ২টি উড়ে এসে রাজধানী দামেস্কোর দক্ষিণাঞ্চলে ভবনটির অবস্থানে গিয়ে আঘাত করেছে করেছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, একটি খালি ঘরে সিরিয়ার ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিন্তু এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


দুটি ক্ষেপণাস্ত্রের একটি আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

গেল কয়েক বছরে সিরিয়ায় কয়েক শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বুধবারের হামলা নিয়ে দখলদার দেশটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

Most Popular