Friday, November 15, 2024
Homeচাকরিপ্রশ্নফাঁসে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

প্রশ্নফাঁসে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

নবদূত রিপোর্টঃ


প্রশ্নফাঁসে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫টি ব্যাংকের অফিসার পদে নিয়োগ পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ছিল আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বিএসসিএস ওই পরীক্ষা বাতিল করেছে। আহছানউল্লা বিশ্ববিদ্যালয় আরও দুটি পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকায় তা ইতোমধ্যে স্থগিত করেছে বিএসসিএস।

এর আগে ৬ নভেম্বর ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আওতায় অনুষ্ঠিত হওয়া সরকারি ৫টি ব্যাংকের অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আহছানউল্লা বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular