Thursday, January 23, 2025
Homeরাজনীতিখালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আহ্বান এবি পার্টির

খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আহ্বান এবি পার্টির

নবদূত রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা গ্রহণের সব ধরনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র সিটিজেন দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগছেন, কিন্তু তাকে পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না, এটি অমানবিক।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে তারা বলেন, ‘আইন যেহেতু মানুষের জন্য সেহেতু প্রয়োজনে আইন সংশোধন করে হলেও একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিৎ।’ 

নেতৃবৃন্দ আরও বলেন, মানবিকতা রাষ্ট্রের জন্য অপরিহার্য। একজন সিনিয়র নাগরিক হিসেবে অবশ্যই বেগম খালেদা জিয়া রাষ্ট্রের মানবিক আচরণ পাবার অধিকার রাখেন। আইনের মারপ্যাঁচে বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হলে, এর ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটি কারো জন্যই সুখকর হবে না।

RELATED ARTICLES

Most Popular