নবদূত রিপোর্ট:
রাষ্ট্রপতি ক্ষমা করলেই বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবে। তবে তার আগে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী দিবস’ উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহাবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বড় বাধা বিএনপি নিজেই। দণ্ডপ্রাপ্ত আসামির সাথে রাষ্ট্রপতি বা অন্যান্য মানুষের তুলনা করে বিএনপির নেতারা অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন হানিফ।
তিনি আরও বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী সত্য। কিন্তু বিএনপি ভুলে গেছে খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি। তার পরও জননেত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাকে বাড়িতে অবস্থানের সুযোগ করে দিয়েছেন। এর আগে জেলে থাকার সময় তার ব্যক্তিগত সহকারীকে সাথে রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন।