Friday, December 27, 2024
Homeঅপরাধময়মনসিংহে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিলের ওপর হামলা।

ময়মনসিংহে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিলের ওপর হামলা।

তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ গঠন উপলক্ষে দলটির যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং গনঅধিকার অধিকার পরিষদ একটি আনন্দ মিছিল বের করে।

আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়কে শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ করেন। হামলায় আক্রান্ত কয়েকজন অভিযোগকারী বলেন আমরা আনন্দ মিছিল শেষে যখন খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন অতর্কিতভাবে স্থানীয় ছাত্রলীগের কিছু সদস্য আমাদের ওপর হামলা চালিয়ে আমাদেরকে শারীরিক ভাবে আঘাত করেন। এই হামলায় আহত হয়ে আমাদের বেশ কিছু নেতাকর্মী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার স্থলে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আতাউল্লাহ, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক রহমান, সিনিয়র সহকারী সদস্য সচিব তামান্না ফেরদৌস শিখা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম

এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জুলফিকার ধোনি, মুনতাজুল ইসলাম, অলক আহমেদ, আনন্দ আহমেদ ও ময়মনসিংহ জেলার দায়িত্বশীলরা

এই হামলায় গুরুতরভাবে আহত হন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শিশির আহমেদ, জিয়াউর রহমান জিয়া সহ
অসংখ্য নেতাকর্মী। এই হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের পক্ষ হতে ঢাকা প্রেসক্লাবের সামনে আজ সন্ধ্যা ৬ ঘটিকায় একটি প্রতিবাদ সভা হওয়ার কথা আছে।

স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই বিষয়ে কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

গনঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular