নবদূত রিপোর্ট:
ময়মনসিংহে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রতিবাদে সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকায় মশাল মিছিল করেছে সংগঠনটি।
আজ সন্ধ্যা পৌনে ৭ টায় মিছিলটি পল্টন বিজয়নগর কালভার্ট রোড থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে প্রেসক্লাবে হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুলহক নুর বলেন,’ দল ও সরকারের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন নিয়ন্ত্রণ নেই। যে কারণে রাজনৈতিক দলসমূহের শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নিষেধ সত্ত্বেও আজ ময়মনসিংহে ছাত্রলীগ,যুবলীগের নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর বর্বর হামলা করেছে।
তিনি বলেন, এর আগেও গত ১৭ ই নভেম্বর টাঙ্গাইলে ভাসানীর মাজারে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা করা হয়। হামলা-মামলা করে তারুণ্যের জাগরণ থামানো যাবে না। তারুণ্যের যে জাগরণ শুরু হয়েছে তা বিনা ভোটের স্বৈরাচার সরকারের পতন না ঘটিয়ে থামবে না।
তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনাকে বলতে চাই, আপনার সামনে দুটো পথ খোলা আছে; একটি হচ্ছে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা আরেকটি হচ্ছে আইয়ুব খান ও এরশাদের মত করুন পরিণতি বেছে নেয়া। আপনি কোন পথে যাবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ‘