Tuesday, December 24, 2024
Homeরাজনীতিআমার মুখ ভীষণ খারাপ : প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আমার মুখ ভীষণ খারাপ : প্রতিমন্ত্রী মুরাদ হাসান

নবদূত রিপোর্ট:

“আমি একজন ডাক্তার, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছেন, আমার মুখ ভীষণ খারাপ। আমার সাথে যারা কাজ করছে তাদের জিজ্ঞেস করবেন মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ রে। তখন তারা বলবে ভাই আশেপাশে যাইয়েন না।’

শুক্রবার একটি ফেসবুক লাইভে তারেক জিয়া সম্পর্কে জিজ্ঞেস করলে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তারেক জিয়া সম্পর্কে তিনি বলেন, এই বেজন্মা সম্পর্কে আমার কিছু বলার নেই। ও বেগম জিয়ার পোলা না করে পোলা সেটা আল্লাহ জানে। এরচেয়ে বেশি কিছু আমার বলার নাই। ও সম্পর্কে বলার ভাষা, মানসিকতা, রুচি কোনটি আমার নাই।

তিনি আরো বলেন, আমার খুব ইচ্ছে সে বাংলাদেশে আসলে তার কানে একটা চড় দিব।

জাইমা রহমান সম্পর্কে তিনি বলেন, জাইমা একজন লুই….মেয়ে, প্রতি রাতে কৃষণাঙ্গদের সাথে না ঘুমালে যার ঘুম হয় না। এই ধরণের কুলাঙ্গারদেরকে দেশে এনে নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না।

RELATED ARTICLES

Most Popular