নবদূত রিপোর্ট:
“নতুন করে ডাকসু নির্বাচন হলে নুরের জামানত বাজেয়াপ্ত হবে’ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।
প্রতিবাদে তিনি বলেন, আবদুর রহমান সাহেবের সরকার তো ক্ষমতায়, যদি সৎ সাহস থাকে তাহলে একটা ডাকসু নির্বাচন আয়োজন করে তা প্রমাণ করুক।
সোমবার রাতে জামানত হারাবে নুর-এর প্রতিক্রিয়া জানতে চাইলে নবদূতকে এ কথা বলেন নুর।
তিনি বলেন, তাদের যদি এত সৎ সাহস থাকে থাহলে একটা নির্বাচন দিয়ে দেখুক। নুরের জামানত বাজেয়াপ্ত না বরং ছাত্রলীগের পুরো প্যানেল এবার হারবে যদি ডাকসু নির্বাচন দেয়।
এর আগে এদিন সন্ধ্যায় টিএসসির পায়রা চত্বরে ডাকসুর ছাত্রলীগ প্যানেলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নুরকে উদ্দেশ্যে করে তিনি এ কথা বলেন।
আবদুর রহমান বলেন, গত নির্বাচনে ছাত্রলীগের গর্বিত সন্তান শোভনকে নুরুর কাছে পরাজিত হয়েছিল। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে নির্বাচন হয়। আর ছাত্রলীগের শোভন ও নুর দাঁড়ায়, তাহলে নুরুর জামানত বাজেয়াপ্ত হবে। এটি আমি বিশ্বাস করি মনে প্রাণে।