ক্যান্টনমেন থেকে বলছি, বেশী লাফালাফি করবেন না

0
397

ঢাবি প্রতিনিধি: ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি বিন ইয়ামীন মোল্লাকে একটি মোবাইল নাম্বার থেকে কল করে হুমকি দেয়া হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। তিনি আল-জাজিরার ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস ম্যান’ প্রতিবেদনের রেফারেন্স টেনে সরকারের সমালোচনা করে একটি ভিডিও বক্তব্য দেন। যে ভিডিওটি কেন্দ্র করেই মূলত তাকে হুমকি দেয়া হয়। কলে রেকর্ডটিতে বলতে শোনা যায়, ‘জামাত-বিএনপি থেকে কত টাকা খাইছেন, ক্যান্টনমেন থেকে বলছি, বেশী লাফালাফি বন্ধ করেন……’

নাম্বারটি থেকে আরো বলা হয়, আপনি এমন কেউ নন, সেনাপ্রধানের বিরুদ্ধে বলবেন! সরকারের বিরুদ্ধে বলবেন! আপনি একজন ঢাকা ভার্সিটির ছাত্র। এমন হাজার হাজার কোটি কোটি ছাত্র ঢাকা ভার্সিটিতে আইসে আর গেছে। আপনার উস্কানিমূলক বক্তব্যের জন্য সেনাবাহিনীতে কোন অঘটন ঘটলে আপনি দায়ী থাকবেন, নুর আপনি আপনারা আওয়ামিলীগ সরকারের কিছু কর‍তে পারবেন…….।’

বিন ইয়ামীন মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এতে আমি মোটেই বিচলিত নই। দেশের মানুষের জন্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যত বড় দূর্নীতিবাজ, মাফিয়া, ডনই হোক সবার বিরুদ্ধেই কথা চলবে।’

‘আমার কিছু হলে দায়ী থাকবে সরকার প্রশাসন। আমাদের কোন মাফিয়া গ্রুপ নাই এ দেশের ছাত্র সমাজ ও গণ মানুষই আমাদের ভরসার স্থল শক্তির উৎস। তাই আপনাদের জানিয়ে রাখলাম।’

নবদূত/রাফি আরিয়ান