Saturday, January 11, 2025
Homeজাতীয়অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি নির্বাচনের মতো সংলাপও বানচাল করতে চায়: ইনু

অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি নির্বাচনের মতো সংলাপও বানচাল করতে চায়: ইনু

নবদূত রিপোর্টঃ

অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি নির্বাচনের মতো সংলাপও বানচাল করতে চায় বলে গণমাধ্যমকর্মীদের জানান জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

আজ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে গিয়ে সার্চ কমিটির জন্য কারো নাম প্রস্তাব করেননি বলেও জানান তিনি। দলটির প্রতিনিধিরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এই সংলাপ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে।

নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের ওপর গুরুত্ব তুলে ধরলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ইনু অংশের প্রতিনিধিরা।

বিকেল ৪টার কিছু সময় পূর্বে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে প্রবেশ করেন বঙ্গভবনে।

RELATED ARTICLES

Most Popular