আন্তর্জাতিক ডেস্কঃ
হোয়াইট হাউসের মুখপাত্র কেভিন মুনোজ বলেন, আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৮টি দেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে তা কার্যকর করা হবে।
তিনি জানান, ওমিক্রনকে বুঝতে এই বিধিনিষেধ আমাদের সময় দিয়েছে। আমরা জানি, আমাদের বর্তমান টিকা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। বিশেষ করে বুস্টার ডোজ নিলে রোগের তীব্রতা থেকে সুরক্ষা পাওয়া যাবে।
নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশগুলো হচ্ছে, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউয়ি।