Friday, December 27, 2024
Homeরাজনীতিরাব্বানীর ওপর হামলা : তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি নুরের

রাব্বানীর ওপর হামলা : তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি নুরের

নবদূত রিপোর্ট:

ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার রাতে হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস!
যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর,অত্যাচার,নির্যাতন,হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতা-কর্মীদের দ্বারাই হামলার শিকার।


স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতা-কর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!


যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না।সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।

RELATED ARTICLES

Most Popular