Tuesday, January 14, 2025
Homeরাজনীতিখালেদা জিয়ার খাবারে বিষ দেওয়া হতে পারে : রিজভী

খালেদা জিয়ার খাবারে বিষ দেওয়া হতে পারে : রিজভী

নবদূত রিপোর্ট:

তিন বছর ধরে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে এ সরকার। বেগম জিয়াকে যখন জেলহাজতে পাঠানো হয়, তিনি সুস্থ ছিলেন। পায়ে হেঁটে গিয়েছিলেন। জামিনে বের হয়েছেন হুইলচেয়ারে করে। বেগম জিয়াকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার জন্য তার খাদ্যে বিষক্রিয়া করা হতে পারে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর নিচে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে ভয়ংকর নীলনকশা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চান। ক্ষমতায় থাকতে খালেদা জিয়াকে একমাত্র পথের কাঁটা মনে করছেন তিনি। এ জন্য খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular