Thursday, April 24, 2025
Homeখেলাবিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে

খেলা ডেস্কঃ

গেল দিন কয়েক আগে জ্বর হয়েছিল ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার করোনা পরীক্ষা করানো হয়। গত সোমবার রাতে সৌরভ গাঙ্গুলির করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তারপর দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

অবশেষে ভক্ত ও গুণগ্রাহীদের স্বস্তি দিলেন বিসিসিআই সভাপতি। করোনা থেকে সেরে উঠে আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

RELATED ARTICLES

Most Popular