Wednesday, December 25, 2024
Homeরাজনীতিখালেদা জিয়ার যদি কিছু হয়, তবে আবার যুদ্ধ হবে

খালেদা জিয়ার যদি কিছু হয়, তবে আবার যুদ্ধ হবে

নবদূত রিপোর্ট:

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে বর্তমানে বন্দি অবস্থায় আছেন। কেমন আছেন তিনি, কেউ জানেন না। দেশের বাইরে চিকিৎসার জন্য আবেদন করলেও সরকারের মন গলছে না। খালেদা জিয়ার যদি কিছু হয়, তবে আবার যুদ্ধ হবে।

সোমবার (৩ জানুয়ারি) লালমনিরহাট মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার বিএনপির কার্যালয় জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের প্রধানমন্ত্রী নারী হওয়ার পরও বর্তমানে নারীরা লাঞ্ছিত ও নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমান সরকারের আমলে চারদিকে নারীরা ধর্ষিত হচ্ছেন। এসব খেয়াল না রেখে গুম করছেন নেতাকর্মীদের।

RELATED ARTICLES

Most Popular