আন্তর্জাতিক ডেস্কঃ
আজ বুধবার স্থানীয় সময় সকালে নিজেদের পূর্ব উপকূল থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। জাপানের কোস্টগার্ড জানায়, সকাল ৮টা ১০ মিনিটে জাপান সাগরে পড়ে এটি। প্রাথমিকভাবে চিহ্নিত করা না গেলেও তাদের ধারণা, এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি পিয়ংইয়ং।
অল্প সময় পরেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে প্রতিক্রিয়া জানান জাপানের প্রধানমন্ত্রী। তিনি জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়ার। যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।