আজ বেলা ১১ টায় “ববির পাশে ঢাবি ” এই ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্যই ছাত্রদের উপর সব সময় হামলা করার সাহস পায়। ছাত্রদের উপর হামলা হলে তার কোন বিচার হয় না। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার চাই।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হুসাইন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৫ মার্চের মধ্য রাতের মতো হামলা করা হয়েছে। ছাত্ররা মর্মাহত হয়েছে। অবশ্যই এই হামলার বিচার করতে হবে নয়তো আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের মাঝে মশিউর রহমান, সোহরাব হোসেন, মাহফুজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, বিন ইয়ামীন মোল্লা বলেন, মাফিয়াদের আস্ফালনেই শ্রমিক নেতারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করেছে। ছাত্রদের উপর হামলা হলে তার কোন বিচার হয় না। বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে কয়দিন পর পর ছাত্রদের উপর হামলা হয় কিন্তু আমাদের বাংলাদেশে তা হয়। শ্রমিকদের মনে রাখতে হবে এই শিক্ষার্থীরা তাদেরই সন্তান। শ্রমিকদের অধিকার নিয়ে ছাত্ররাই কথা বলে। শাহজাহান খান, মশিউর রহমান রাঙ্গা, পঙ্কজদেবনাথদের কিন্ত করোনার সময় শ্রমিকদের পাশে দেখা যায় নি। তিনি আরো বলেন, দেশের সকল সেক্টর খুলে দেয়া হয়েছে কিন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, হল খোলা হচ্ছে না। সরকার গণ অভ্যুত্থানের ভয়েই খুলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইব্রেরীর পাশে তাবু টানিয়ে পড়াশোনা করছে কিন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জীবনের মূল্য মুঝতে চাচ্ছে না।