Friday, December 27, 2024
Homeরাজনীতিবিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ

বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ

নবদূত রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরছেন। ফলে বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি ক্যাবল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে এজন্য স্বস্তি প্রকাশ করছি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন বাসায় ফিরে যান। তিনি যে সুস্থ হয়ে উঠেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে এটি প্রমাণিত। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। ডাক্তারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলেছে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

RELATED ARTICLES

Most Popular