Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিকলতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে ২ দিনের রাষ্ট্রীয় শোক

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে ২ দিনের রাষ্ট্রীয় শোক

নবদূত রিপোর্ট:

কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতজুড়ে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।


রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান এই কোকিলকণ্ঠী শিল্পী। কোভিডে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ এখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সর্বকালের অন্যতম সেরা এই সংগীত শিল্পীর সম্মানে ভারতের জাতীয় পতাকা দুই দিন অর্ধনমিত রাখা হবে।

২৭ দিন ধরে করোনা, নিউমোনিয়া আর বার্ধক্যজনিত জটিলতার সঙ্গে লড়াই করে আজ রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি সিনেমায়। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমায়। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিতো। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।

বাংলা ভাষায় মোট ১৮৫টি গান গেয়েছেন তিনি। বাংলায় তাঁর গান গাওয়ার শুরু হেমন্ত কুমারের হাত ধরে। নিজে কখনো গাওয়া গানের রেকর্ড না রাখলেও, বিভিন্ন তথ্যসূত্র থেকে হিসাব বলছে গোটা জীবনে ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন এই কিংবদন্তী গায়িকা।

RELATED ARTICLES

Most Popular