Friday, November 15, 2024
Homeঅর্থনীতিভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের

ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের

নবদূত রিপোর্ট:

ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে পণ্যটিতে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

সয়াবিনের দাম নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশ ভারত তিন বার শুল্ক ও ভ্যাট সমন্বয় করেছে জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি বাংলাদেশেও তেলে ভ্যাট প্রত্যাহার করা উচিত বলে মনে করেন।

সোমবার দুপুরে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিন মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যেটির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় মো. জসিম উদ্দিন বলেন, তেলের ঘাটতি না থাকার পরেও, সয়াবিন তেলের দামবৃদ্ধি অস্বাভাবিক। গুটি কয়েক অসাধু ব্যবসায়ীদের জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআই এসব ব্যবসায়ীদের দায় নেবে না।

মতবিনিময় সভায় ব্যবসায়ীদের তেল মজুদ না করতে ও সরকারি নির্ধারিত দামে তেল বিক্রি এবং মিল মালিকদের সরবরাহ ঠিক রাখার জন্য আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular