নবদূত রিপোর্ট:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন দলেরই দুই নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন।
গঠনতন্ত্র পরিপন্থীভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করার অভিযোগে এ মামলা করেছেন ফেনী সদর উপজেলার মোটবী ও ফরহাদনগর ইউনিয়নের দুই নেতা নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল হোসেন কমান্ডার। মামলায় আরও আটজনকে বিবাদী করা হয়েছে।
গত ২ মার্চ আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
মামলার অন্য আসামিরা হলেন— চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
সদর উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা বিএনপির সদস্য ও নবগঠিত ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, মোটবী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক।