Wednesday, January 8, 2025
Homeরাজনীতিআ.লীগ নেতারা বাজার সিন্ডিকেটে পকেট ভারী করছে: ফখরুল

আ.লীগ নেতারা বাজার সিন্ডিকেটে পকেট ভারী করছে: ফখরুল

নবদূত রিপোর্ট:

বাজার সিন্ডিকেট করে আওয়ামী লীগের নেতারা পকেট ভারী করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তারা জিনিসপত্রের দাম কমাতে পারবে না। কারণ ওইখান থেকে তারা ভাত খায়, তাদের নেতারা সিন্ডিকেট করে। সেখান থেকে তারা ভাত খায়, পকেট ভারী করে, করছে।

বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি করে সমস্ত দেশকে তারা ভরে দিয়েছে। এই যে মেগা প্রজেক্ট দেখছেন..। গত ১০ বছর ধরে ঢাকা শহরের মানুষদের কী কষ্ট যাচ্ছে। ১০ টাকার জিনিস ২০ টাকা, পদ্মা সেতুর প্রজেক্ট ১০ হাজার কোটি টাকা বেড়ে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এভাবে ওরা নিজেদের পকেটে টাকা ভরছে।

RELATED ARTICLES

Most Popular