Saturday, December 28, 2024
Homeরাজনীতিদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

নবদূত রিপোর্ট:

চাল, ডাল, তেল পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুহাম্মাদ সাইফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যত কোনো পদক্ষেপ নেই। চরম অব্যবস্থাপনার ফলে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় দেশে এখন নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular