নবদূত রিপোর্ট:
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে গণসংযোগ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সোমবার (১৪ মার্চ) রাজধানীর তোপখানা রোড, সেগুনবাগিচা হাই স্কুল, রিপোর্টার্স ইউনিটি এলাকায় গণসংযোগ করেন দলটির নেতারা।
গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। এ সময় তাদের সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন প্রমুখ।
পথসভায় বজলুর রশীদ ফিরোজ বলেন, চাল, ডাল, তেল, চিনিসহ বাজার সিন্ডিকেটের কতিপয় সদস্যের হাতে দেশের ১৭ কোটি মানুষ জিম্মি হতে পারে না। বাজার সিন্ডিকেট সরকারের যোগসাজশে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে।