Thursday, December 26, 2024
Homeঅপরাধস্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আটক

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আটক

নবদূত রিপোর্টঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর মারধরে নার্গিস খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজলার সোনাখাড়া ইউনিয়নের বিলেরপার এলাকা থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।নিহত নার্গিস খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম (৪০) প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতেন। শনিবার সকালে স্ত্রী নার্গিসকে ব্যাপক মারপিট করলে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রতিবেশীরা নার্গিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Most Popular