Friday, November 15, 2024
Homeসারাদেশটুঙ্গিপাড়ায় স্বাচিপের সাত দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু

টুঙ্গিপাড়ায় স্বাচিপের সাত দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু

নবদূত রিপোর্টঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

শনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ উপস্থিত ছিলেন।


সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাসেবা দেন প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন, চক্ষু বিভাগে চিকিৎসাসেবা দেন অধ্যাপক ডা. এমএ আজিজ, নাক কান গলা বিভাগে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সহ-সভাপতি নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমি, ডা. আব্দুল কুদ্দুস সোহাগ, কার্ডিওলজি বিভাগে চিকিৎসাসেবা দেন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডা. দিলরুবা আক্তার, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা দেন এনআইসিভিডি শাখার স্বাচিপ আহ্বায়ক ডা. কাজল কুমার কর্মকার, শিশু রোগ বিভাগে চিকিৎসাসেবা দেন গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো. আব্দুল আল মাহমুদসহ ঢাকার থেকে আগত বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

এদিন মেডিকেল ক্যাম্প থেকে ৪৯৩ জন রোগী চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্য ওষুধ সংগ্রহ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএম’র মহাসচিব অধ্যাপক ডা. ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডা. দিলরুবা আক্তার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনসহ বিভিন্ন জেলার স্বাচিপ নেতাকর্মীরা।

চিকিৎসাসেবা উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

RELATED ARTICLES

Most Popular