Wednesday, December 25, 2024
Homeসারাদেশমোংলায় ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারী আটক

মোংলায় ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারী আটক

নবদূত রিপোর্টঃ

মোংলায় বিদেশী গ্যাসের জাহাজ থেকে পাচার হওয়া ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরীর জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও চোরাকারবারীদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার কয়রা উপজেলার মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ নুর আলম।

এদিকে জব্দকৃত ৪ হাজার লিটার ডিজেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular