শুভরাড়া ইউনিয়ন পরিষদের উদ্দোগে উপজেলা নির্বাহি কর্মকর্তার হুইল চেয়ার বিতরণ
স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের উন্নয়ন তহবিলের অর্থায়নে দুঃস্থ্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ৩০/০৮/২০২৩ বুধবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ ভবনে ১০ জন দুঃস্থ্যের মাঝে ১০টি হুইলচেয়ার বিতরণ করেন সু-যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে এম আবু নওশাদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান জনাব মাওলানা জহুরুল ইসলাম। হুইলচেয়ার বিতরণকালে দুঃস্থ্যদের সাথে কুশল বিনিময়ও করেন এই মানবিক ইউ এন ও। এসময় ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে ইউনিয়ন বাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউ এন ও মহোদয় ইউনিয়ন বাসীর কি কি সমষ্যা আছে তা জানতে চান। বাশুয়াড়ী ও হিদিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় মো: আবুল হোসেন ও মো: মিজানুর রহমান সহ ইছামতী পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক জনাব আনিসুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি সহ বিভিন্ন সমষ্যার কথা তুলে ধরেন। সাংবাদিক রবিউল ইসলাম বলেন অত্র ইউনিয়নের কৃষকদের কৃষি পন্য উৎপাদনে সেচ ব্যাবস্থার উৎস্য এবং উৎপাদিত পন্য পরিবহনের বড় একটি মাধ্যম ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া লেবুগাতী খাল। যা কি না নাব্যতা হারিয়েছে অনেক আগেই। খালটি খনন করা আশু প্রয়োজন। এছাড়া ইউনিয়নের প্রায় প্রতিটা গ্রামেই চলছে মাদকের ছড়াছড়ি। যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কিশোররাও মোবাইল গেমের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তারা রাতের বেলায়ও বাজে আড্ডা জমাচ্ছে। এর প্রতিকার করা অত্যন্ত প্রয়োজন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে যে স্বাস্থ্য সেবা দেয়া তাও বর্তমানে একেবারেই অচলাবস্থা সেকথাও তুলে ধরেন। সামাজিক ব্যক্তিত্ব জনাব আব্বাস শিকদার বলেন আমতলা টু নওয়াপাড়া সড়কের অনেক জায়গায় রাস্তার পাশেই মাছের ঘের/পুকুর রয়েছে। ঘের/পুকুর মালিকগণ রাস্তাকেই পাড় হিসাবে ব্যাবহার করছে যার ফলে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ সদস্যগণ তাদের নিজ নিজ এরিয়াতে রাস্তাঘাটের বেহাল দশার কথা তুলে ধরেন। এর মধ্যে অনেকেই অভয়নগরের ৮টি ইউনিয়নের মধ্যে ভৈরব উত্তর পূর্বাঞ্চলের যে ৪টি ইউনিয়ন সেই ইউনিয়নগুলো সবসময় অবহেলিত থাকে সেকথাও তুলে ধরেন। চেয়ারম্যান মহোদয় রাস্তাঘাটের উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার ব্যাপারে ইউ এন ও মহোদয়ের নিকট সহযোগিতা কামনা করেন। পরে ইউ এন ও মহোদয় ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, ঘেরের কারণে ভেঙ্গে যাওয়া রাস্তা, হিদিয়া থেকে বিলের মধ্য দিয়ে রানাগাতী পর্যন্ত নতুন নির্মিত রাস্তা ও বাশুয়াড়ী খাঁনজাহান আলী দীঘি পরিদর্শন করেন। সবকিছু দেখে-শুনে তিনি ইউনিয়নের সকল সমষ্যা সমাধানের আশ্বাস দেন। ৩১/০৮/২০২৩