Wednesday, January 1, 2025
Homeরাজনীতিখালেদাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

খালেদাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নবদূত রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের ‘কটূক্তির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে রিজভী বলেন, সরকার এবং প্রশাসন একাকার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায় সেটা স্পষ্ট ফুটে ওঠেছে।

খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য ন্যক্কারজনক দাবি করে রিজভী বলেন, পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেয় তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? বেগম জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জাসাস মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শওকত আজিজ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, জামাল হোসেন টুয়েল প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular